Header Ads

Breaking News
recent

টয়লেটেও ডুকে গেল ফেসবুক !

ফেইসবুক  বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনা খরচায় সদস্য হওয়া যায়। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে


সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সুনির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী এতটাই আসক্ত যে তারা টয়লেটেও তাদের স্মার্টফোন এবং ল্যাপটপটি নিয়ে যান। সেখানেই চলতে থাকে চ্যাটিং, মেসেজ আদান-প্রদান, স্ট্যাটাস আপডেট দেয়া, নতুন ছবি ও ভিডিও পোস্ট করা, ওয়ালে লেখা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ইত্যাদি। গতকাল প্রকাশিত নতুন এক জরিপের ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণী বাথরুমেও সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে তাদের কাজ চালিয়ে যান। মার্কেটিং বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন অ্যান্ড এনএম ইনসাইটের অপর এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি অফিসে ফেসবুক, টুইটার, গুগল প্লাস ও সামাজিক যোগাযোগের অন্য ওয়েবসাইটগুলোতে হরহামেশাই ঢুঁ মারেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ওপর এ জরিপটি পরিচালিত হয়। ব্যক্তিগত ল্যাপটপ বা ডেস্কটপ পিসি এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। স্মার্টফোনও পিছিয়ে নেই।

No comments:

Powered by Blogger.